আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৫ নভেম্বর || রাজ্যেরপ্রত্যেকটি স্কুলে চলছে রদবদল প্রক্রিয়া। এমন একটি ঘটনা ঘটে বক্সনগর ব্লক অধীনস্থসীমান্তবর্তী এলাকা৷ – দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। ঘটনার বিবরণে জানা যায়, গত কিছুদিন পূর্বে রহিমপুর দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের সন্দীপ দেবনাথ নামে একজন বিজ্ঞান বিভাগের শিক্ষককে ছয় মাসের জন্য ডেপুটেশন নামে বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে বদলি করে দেন। এই খবর ছাত্র-ছাত্রীরা জানতে পেরে তেলে বেগুনে জ্বলে ওঠে শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকেই স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বসে এবং স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেয়। স্কুলে তালা ঝুলিয়ে ও রাস্তা অবরোধ করে তাদের স্লোগান সন্দীপ স্যার কে পুনরায় স্কুলে ফিরিয়ে আনতে হবে অন্যথায় তারা স্কুলের তালা খুলবেন না। অপরদিকে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা গেটে তালা থাকাতে দীর্ঘক্ষন সময় বাইরে বসে থাকতে হয়েছে। স্কুলের ছাত্র-ছাত্রীদের দাবি যতক্ষণ তাদের দাবি পূরণ করো না হবে ততক্ষণ তারা গেইটের তালা ও রাস্তা অবরোধ তুলবেন না। ছাত্র-ছাত্রীরা জানান, বিজ্ঞান বিভাগের শিক্ষক সন্দীপ দেবনাথ দীর্ঘ কয়েক বছর যাবৎ রহিমপুর স্কুলে চাকুরীরত। তার এই স্কুলে আসার পর থেকেই রহিমপুর দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনায় অনেক উন্নতি ঘটেছে। শিক্ষক সন্দীপ দেবনাথ ছুটির দিন রবিবারেও ছাত্র-ছাত্রীদের স্পেশাল ক্লাস করে বলে জানান ছাত্র-ছাত্রীরা। শিক্ষক সন্দীপ দেবনাথ এর বাড়ি মানিক্যানগর এলাকায়। পরবতী সময়ে কলমচৌড়া থানার পুলিশ গিয়ে ছাএছাএীদের আশস্ত করা পর তারা ১২ টা ৩০ মিনিটে রাস্তা অবরোধ তুলে নেয়।