সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে বক্সনগর বিওপিতে এলাকার সাধারন জনগন, পুলিশ ও বিএসএফে’র মধ্যে প্রয়াস সভা অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৬ নভেম্বর || ১৫০ ব্যাটেলিয়ান সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে বক্সনগর বিওপিতে আলোর উৎসব দীপাবলি উপলক্ষে এলাকার সাধারন জনগন পুলিশ বিএসএফের যৌথ একটি প্রয়াস সভা অনুষ্ঠিত হয়। সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে বৃহস্পতিবার বিকাল থেকে বক্সনগর বি ও পি’তে এলাকার প্রধান মেম্বারদের নিয়ে আলোর উৎসব দীপাবলি উপলক্ষে একটি প্রয়াস মিটিং এর আয়োজন করা হয়। এই সভার প্রধান অতিথি ছিলেন সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস। এই সভায় উপস্থিত ছিলেন ১৫০ ব্যাটেলিয়নের সি ইউ জনার্দন প্রসাদ, বক্সনগর বিওপির কোম্পানি কমান্ডার বিনোদ মিনা, আশাবাড়ী বিওপি’র কোম্পানি কমান্ডার রমেশ চৌধুরী, গলাচিপা বিওপি’র কোম্পানি কমান্ডার অখিলেশ, জি ব্রাঞ্চের ইন্সপেক্টর অভিষেক, মধ্যবক্সনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান জিমুল হক, বক্সনগর এলাকার সমাজসেবী আব্দুল হক সহ বক্সনগর প্রেস ক্লাবের সদস্যরা। এই প্রয়াস মিটিং এর মূল উদ্দেশ্য ছিল দীপাবলি উপলক্ষে এলাকার জনসাধারণ, প্রধান ও সাংবাদিকদের নিয়ে আগামী দিনে কিভাবে তারা এই সীমান্ত রক্ষায় কাজ করার জন্য এলাকার জনসাধারণের সহযোগিতা করার আহ্বান রাখেন সি. ও জনার্দন প্রসাদ। তিনি আরো বলেন এই সীমান্তে ১৫০ ব্যাটেলিয়ান এসেছে মাত্র দু মাস, যদি এলাকার জনসাধারণ তাদের সহযোগিতা না করে তাহলে তারা কাজ করতে সমস্যার সম্মুখীন হবেন। তাই তিনি সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, এই আলোর উৎসব থেকে আমাদের শপথ নিতে হবে আমাদের মাঝ থেকে যাতে অন্ধকার দূর হয়ে আলুর উৎসব এর মত সব সময় আলো থাকে আমাদের মন। জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিএসএফ জওয়ানরা রাত দিন ডিউটি করে আমাদেরকে রক্ষা করেন, তাদের সহযোগিতা করা আমাদের একান্ত কাম্য। তার পাশাপাশি দীপাবলি উপলক্ষে সীমান্তরক্ষীদের অভিনন্দন জানান। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, এলাকার সমস্ত ছেলে মেয়েদের বিভিন্ন ফৌজ ডিপার্টমেন্টে ভর্তি করে দেশ রক্ষা করার জন্য। অপরদিকে কলমচৌড়া থানার আরক্ষা দফতরের উদ্যোগে থানার কালী মন্দিরে আলোর উৎসব দীপাবলীর আয়োজন করা হয়েছে। পুরো থানাসহ চৌমুনী সংলগ্ন রাস্তা আলোকিত করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*