আপডেট প্রতিনিধি, ব্যাঙ্গালোর, ১০ নভেম্বর || অগ্নিকে স্বাক্ষি রেখে বুধবার ব্যাঙ্গালোরস্থিত বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান R K Group of Institution এর প্রথম বছরের ছাত্রছাত্রীরা আগামী দিনে নিজেদের প্রতিষ্ঠত নার্স হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞাবদ্ধ হন। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের শুভসূচনা করেন সংস্থার চেয়ারম্যান কে সিভা নাঙ্গা রেড্ডি, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর সুদীপ বনিক প্রমুখ। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্ধিপনা ছিল লক্ষ্যনিয়।