আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৫ নভেম্বর || সম্প্রতি সুপ্রিমকোর্ট একটি রায় প্রদান করে ত্রিপুরা পৌরসভা এবং নগর পঞ্চায়েত নির্বাচনে যাতে কোন রাজনৈতিক সন্ত্রাস না হয়, শান্তি পূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয় ত্রিপুরা প্রশাসনকে। কোন প্রার্থীদের প্রচারে বাঁধা দেওয়া যাবে না, প্রয়োজনে প্রার্থীদের নিরাপত্তা দিয়ে সুরক্ষা নিশ্চিত করতে হবে। সুপ্রিম কোর্টের এই রায়ের ২৪ ঘন্টা অতিক্রম না হতেই বৃহস্পতিবার রাতে মেলাঘর পৌরসভার ৮ নম্বর এবং ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস দলের মনোনীত প্রার্থীর বাড়িতে হামলা চালায় দুস্কৃতিকারীরা বলে অভিযোগ। ৮নং ওয়ার্ডে কংগ্রেসের মনোনীত প্রার্থী সুফিয়া বেগম, ৯নং ওয়ার্ডে প্রার্থী জাকির হোসেনকে মনোনয়নপত্র প্রত্যাহার করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। জাকির হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার না করায় গত বৃহস্পতিবার রাতে তার বাড়িতে ভাঙচুর করা হয়, এই নিয়ে দুই বার প্রার্থীর বাড়িতে হামলা চালায়। জাকির প্রানে বাঁচার জন্য আত্মগোপন করে রয়েছে বলে খবর।
অন্য দিকে রাতের আধারে সোনামুড়া নগর পঞ্চায়েত ৯নং ওয়ার্ড সিপিআই(এম)’র প্রচার সজ্জা নষ্ট করে দেয় দুষ্কৃতীরা বলেও অভিযোগ।