আপডেট প্রতিনিধি, বিশালগড়, ১৬ নভেম্বর || সামাজিক কার্যক্রমের মাধ্যমে জাতীয় প্রেস দিবস-২০২১ উদযাপন করে বিশালগড় প্রেস ক্লাব। প্রতি বছর নানা সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই দিবসটি পালন করে বিশালগড় প্রেস ক্লাব। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবার আর্থিক এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া এলাকার স্কুলপড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে জাতীয় প্রেস দিবস পালন করে বিশালগড় প্রেস ক্লাব। মঙ্গলবার কমলাসাগর বিধানসভার উরাং পাড়া জেবি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সকাল দশটায় স্কুল ঘরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ সাহা, বিশালগড় প্রেসক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সহ-সভাপতি সমীর ভৌমিক, সম্পাদক তাজুল ইসলাম, সহ সম্পাদক খোকন ঘোষ, সিনিয়র সাংবাদিক কৃষ্ণ পাল সহ ক্লাবের সকল সদস্য ও মহাকুমার কর্মরত সাংবাদিকরা। মূলত চা বাগানে কর্মরত শ্রমিকরা বসবাস করেন সেখানে। সেখানকার ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষার লক্ষ্য একটি জুনিয়র বেসিক স্কুল স্থাপন করেছে সরকার। ধীরে ধীরে এর পরিকাঠামো উন্নয়ন ঘটছে। মূলত আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করে। তাই এই স্কুলের ছাত্র-ছাত্রীদের খাতা কলম ইত্যাদি শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নেয় বিশালগড় প্রেস ক্লাব। এছাড়া এদিনের মিড ডে মিলে মাংস সংযোজন করেছে প্রেস ক্লাব। এতে ভীষণ খুশি কচিকাঁচা পড়ুয়ারা। অনুষ্ঠান শেষে ছেলেমেয়েরা খাওয়া দাওয়া করেছেন। এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেছে বিশালগড় প্রেস ক্লাব। সমবেত জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।