আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৩ নভেম্বর || সোনামুড়া মহকুমার অন্তগত বক্সনগর ব্লকের ময়নামা পঞ্চায়েতের সরকারি বন বিভাগের জায়গায় থেকে মঙ্গলবার দুপুরে একটি ঠেলা গাড়ি সহ সমিল উদ্ধার করে বক্সনগসরকারি বন বিভাগের জায়গায় থেকের বন বিভাগের কর্মীরা। এদিনের এই অভিযানের নেতৃত্ব দেন বক্সনগর ফরেস্ট রেঞ্জ অফিসার বুলবুল দাস ও ফরেস্ট প্রোডাকশন ইউনিট ইনচার্জ চিন্ম মালাকার সহ বিশাল বন কর্মীর বাহিনী। এই ধরনের অভিযান আগামী দিনে ও জারি থাকবে বলে জানান উপস্থিত আধিকারিকরা।