আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর || ইন্টারনেশনাল ফেডারেশন অব জার্নালিস্টস’র একটি প্রকল্পে সাংবাদিকতায় কোভিড-১৯ প্রভাব, মিডিয়ার ডিজিটালাইজেশন, ইউনিয়ন বিল্ডিংয়ের সুযোগ এবং চ্যালেঞ্জ এবং সাংবাদিকতায় লিঙ্গ সমতা নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের অধিভুক্ত ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী এবং ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রণব সরকার।
পাশাপাশি কর্মশালায় উপস্থিত ছিলেন জেন্ডার কাউন্সিলের আহ্বায়ক বিন্দুস্মিতা ভৌমিক, জেন্ডার কাউন্সিলের সদস্য শেশাদ্রি দাশগুপ্ত এবং ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন, ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন, ওয়েব মিডিয়া সহ অন্যান্য সংগঠনের সদস্যরা।
ইন্ডিয়ান ফেডারেশন অফ জার্নালিস্টের সভাপতি গীতার্থ পাঠক ফোনে সংশ্লিষ্ট বিষয়ে তাঁর মতামত বিনিময় করেন। এই কর্মশালায় করোনা মহামারী এবং সাংবাদিকতার উপর এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। এই কর্মশালায় তারা সাংবাদিকতায় লিঙ্গ সমতা নিয়ে আলোচনা করা হয়।