আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ডিসেম্বর || ৩০শে নভেম্বর জাতীয় প্রেস দিবস। এই উপলক্ষে মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে প্রেস ডে উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধূরী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা ও সচিব প্রমুখ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, সমৃদ্ধ রাজ্য নির্মাণের লক্ষ্যে আদর্শ সরকারের সহায়ক, আদর্শ সাংবাদিকতা। সংবাদ মাধ্যমগুলির অভ্যন্তরীণ পর্যালোচনার দ্বারা নেতিবাচকতা সনাক্তকরণ ও ইতিবাচকতাকে ধারণের মাধ্যমে সংবাদ জগতের পাশাপাশি লাভান্বিত হবে রাজ্যও। সংবাদ মাধ্যমের গঠনমূলক দৃষ্টিভঙ্গির প্রতি সরকার ইতিবাচক বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, পরবর্তী প্রজন্মের সামনে সুনিশ্চিত ভবিষ্যৎ নির্মানের লক্ষ্যে আগামী ২৫ বছরের কর্মপরিকল্পনা ও রূপরেখা স্থির করা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে সংবাদ জগতে অনন্য অবদান রাখার জন্য রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের সম্মাননা জ্ঞাপন করা হয়।