শহরকে সাজিয়ে তুলতে ও দুর্ঘটনা এরাতে বিশেষ পদক্ষেপ শান্তিরবাজার মহকুমা শাসকের

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ ডিসেম্বর || শান্তিরবাজার মহকুমা শাসক তথা পৌর পরিষদের সি ও’র উদ্দ্যোগে শান্তিরবাজার শহরকে সাজিয়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যার মধ্যে শহরে যানজট এরাতে দুটি রাস্তাকে ওয়ান ওয়ে হিসাবে চিহ্নিত করা হয়েছে। তার পাশাপাশি বাজার থেকে স্ট্যান্ড সরিয়ে নেওয়া হয়েছে ও যানবাহন পার্কিং এর জায়গা ঠিক করে দেওয়া হয়েছে। অপরদিকে জাতীয় সড়কের পাশে যেসকল লোকজন নির্মান সামগ্রী রেখে অবৈধ ভাবে জায়গা দখল করে রেখেছে তাদেরকে আইনি নোটিশ প্রদান করা হয়। যেসকল লোকজন মহকুমা শাসকের নির্দেশিকা অমান্য করেছে তাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করলো মহকুমা শাসক। সোমবার রাতে মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত, ডি সি এম প্রীতম সরকার ও পৌর পরিষদের অন্যান্য কর্মীদের উপস্থিতিতে শান্তিরবাজার শহর এলাকায় যে সকল লোকজন নির্দেশিকা অমান্য করে নির্মান সামগ্রী রেখেছেন, পৌর পরিষদের উদ্দ্যোগে সেই সকল নির্মান সামগ্রী সরিয়ে নিয়ে শান্তিরবাজার পৌর পরিষদের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে ডি সি এম প্রীতম সরকার জানান, বাজার এলাকা সুন্দর রাখতে ও দুর্ঘটনা এরাতে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যাদের নির্মান সামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে উনারা আইনি পক্রিয়ার মাধ্যমের আর্থিক জরিমানা দিয়ে পুনরায় নির্মান সামগ্রী গুলি আনতে পারবে বলে জানান ডি সি এম প্রীতম সরকার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*