আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি || ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির উদ্যোগে রাজ্যের তথ্য-সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে দশ দফা দাবী নিয়ে সাক্ষাৎ করে মেমোরেন্ডাম তুলে দেওয়া হয়। ত্রিপুরা রাজ্যের প্রতিটি প্রান্তে বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া অত্যন্ত জনপ্রিয় টিভি সংবাদ মাধ্যমগুলোর জন্য বাস্তবতা বিচার করে সরকারী বিজ্ঞাপনের ন্যূনতম ৫১ শতাংশ বরাদ্ধ করার দাবী পুনরায় উত্থাপিত হয় স্মারকপত্রে। বিজ্ঞাপনের বকেয়া বিল মিটিয়ে দিতেও দাবী জানানো হয় এদিন। সকল প্রকার ক্লাসিফায়েড ও ডিসপ্লে বিজ্ঞাপন টিভি নিউজ মিডিয়ার জন্যও বরাদ্ধ করতে আবেদন জানানো হয় এদিন। যোগ্যতা অনুযায়ী টিভি সংবাদ মাধ্যমগুলোকে ক্যাটাগরি দেওয়া সহ যাদের এখনও এনলিস্টেড করা হয়নি তাদেরকে এনলিস্টেড করার কথাও স্থান পায় দাবিসনদে। টিভি সাংবাদিকদের জন্য এক্রিডিটেশন কার্ডের সংখ্যা বাড়ানোর দাবী জানানো হয়। সকল গৃহহীন সাংবাদিকদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করা, স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা, সরকারী প্রেস স্টিকার প্রদান এবং সরকারী উদ্যোগে ধারাবাহিক ওয়ার্কশপ করারও দাবী জানানো হয়। ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির কর্মকর্তাগণ রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর যোগ্য নেতৃত্ব এই সকল নাহ্য দাবী সমূহ পূরণে সচেষ্ট হবেন বলে আশা ব্যক্ত করেন। সৌহার্ধপূর্ণ আলোচনায় মন্ত্রী সুশান্ত চৌধুরীও দাবিগুলোর প্রতি আন্তরিক সহমর্মিতা দেখিয়ে দ্রুততার সাথে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। শুক্রবার এই ডেপুটেশনে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির প্রতিনিধি দলে ছিলেন সৌরজিৎ পাল, অচিন্ত্য ভুঁইয়া, মনিশ সাহা, রঞ্জিত দেববর্মা, হানিফ আলি, সৌমেন দেব ও কমল জমাতিয়া।