হরির লুটেও ব্যবসায়ীর কালোবাজারি, ক্রেতাদের ক্ষোভ, সর্তক করলো মার্চ্চেন্ট অ্যাসোসিয়েশান

সাগর দেব, কল্যাণপুর, ১৪ জানুয়ারি || কল্যাণপুর বাজারের ব্যবসায়ী কুঞ্জমোহন পাল। কার্যত মুদিমাল বিক্রেতা হলেও দীর্ঘদিন ধরেই আলু পেঁয়াজের পাইকারি খুচরা বিক্রি করে থাকেন। বিভিন্ন সময়ে বেআইনিভাবে ব্যবসা, সরকারি নিয়মে ফাঁকি দেওয়ার অপরাধে অভিযুক্ত হয়ে সরকারিভাবে জরিমানাও দিয়েছেন। দীর্ঘদিন ধরেই উনার বিরুদ্ধে ক্রেতা সাধারণের বিভিন্ন রকম অভিযোগ উত্থাপিত হয় আসছে। হিন্দু বাঙালির পার্বণ মকর সংক্রান্তিতে বাঙালির প্রতি ঘরে ঘরে নগরকীর্তন অনুষ্ঠিত হয়। চিরাচরিতভাবে সাধারণ মানুষ নগরকীর্তন প্রসাদস্বরূপ ফলমূলের সাথে বাতাসা তিল্লাই ঠাকুরের নামে উৎসর্গ করেন। বৃহস্পতিবার কল্যাণপুর বাজারে অত্যাধিক মানুষের ভিড়ে বিভিন্ন দোকানে তিল্লাই বাতাসা সংকট দেখা দেয়। শুক্রবার দিনের শুরুতেই বিভিন্ন অংশের মানুষ বাজারে তিল্লাই বাতাসা ক্রয় করতে চাইলে বাজারের প্রবীণ ব্যবসায়ী কুঞ্জমোহন পাল কালোবাজারির ধান্দায় ৭০ টাকার তিল্লাই বাতাসা ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি করতে থাকে বলে অভিযোগ। মানুষ প্রতিবাদ জানালে মাল না দেওয়ার কথা জানায়। মুহূর্তের মধ্যেই ঘটনাটি নিয়ে কিছু ক্রেতা কল্যাণপুর মার্চেন্ট এসোসিয়েশন এর দ্বারস্থ হয়। ঘটনার সততা জেনে মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক চন্দন মজুমদার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এবং অবিলম্বে কালোবাজারি বন্ধ করার নির্দেশ দেন। এই ব্যবসায়ীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কালোবাজারির অভিযোগ বিরক্ত মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলেও জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*