গোপাল সিং, খোয়াই, ২৩ এপ্রিল || খোয়াইয়ের পূর্বগণকী গ্রামে শনিবার সকালে এক অদ্ভুত গরুর বাছুর প্রসব হওয়ার পর এলাকা জুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়। কেউ বলছেন প্লাস্টিকের গরুর বাছুর। আবার কেউ বলছেন বাছুরটি পাথরের মত শক্ত। গ্রামের রাজেন্দ্র দেবনাথের বাড়িতে এই অদ্ভুত গরুর বাছুরটিকে দেখতে সকাল থেকেই সাধারণ মানুষের লম্বা লাইন পড়ে। বাছুরটির চারটি পা ঠিকঠাক থাকলেও মাথা, চোখ এবং শরীরের সবকটা অংশ অত্যন্ত অস্বাভাবিক। বাচ্চাটির সারা শরীরে লোমের পরিবর্তে ফাটা ফাটা প্লাস্টিকের মত শক্ত আস্তরন রয়েছে। মাথাটি পাথরের ন্যায় শক্ত। চোখ দুটো রক্ত জবার মতো লাল বলে জানা যায়। এই গরুর বাছুরটিকে দেখতে কৌতূহল বারে গ্রামবাসীদের মধ্যে।