আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুন || আসন্ন রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনকে সামনে রেখে নিজের বিধানসভা কেন্দ্র চষে বেড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার আগরতলার বি কে রোড এলাকায় জনসমর্থনে হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা প্রত্যেকে বাড়িতে যান ভোট প্রচারে। জানা যায়, এদিন সকাল থেকেই ভোট প্রচারে বেড়িয়ে পরে আগরতলা টাউন হল হয়ে রাজধানী হোটেল হয়ে বিভিন্ন জায়গা পরিক্রমণ করেন মুখ্যমন্ত্রী।