আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন || রেলপথের পর এবার বহিঃরাজ্যের সাথে স্তব্ধ হয়ে গেল সড়কপথেরও। একমাত্র বিমানপথ ছাড়া সড়কপথ ও রেলপথে রাজ্যের সাথে বহিঃরাজ্যের যোগাযোগ ব্যবস্থা একেবারে স্তব্ধ বলা চলে। কেননা, মঙ্গলবার থেকে ক্রমাগত বৃষ্টির ফলে বুধবার সকাল থেকে জাতীয় সড়ক বন্ধ হয়ে পরে। ফলে ত্রিপুরা, মিজোরাম, মনিপুরের লাইফ লাইন আপাতত প্রায় বন্ধ। জানা যায়, সোনাপুরে প্রায় ২৫ কিলোমিটার জুড়ে রাস্তায় ভূমিধস হয়েছে। তবে মেঘালয় পূর্ত দপ্তর যুদ্ধকালীন তৎপরতায় মাটি সরানোর কাজ করে যাচ্ছে। তবে রাস্তা পরিষ্কার হতে কয়েকদিন লেগে যাবে বলে জানা যায়।