আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন || ধর্মনগরস্থিত ৫৭-যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের প্রচারে এসে হাফলং ছড়া চা বাগানে এক নির্বাচনী জনসভায় অংশ নিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উনার সাথে এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি।
বৃহস্পতিবার যুবরাজ নগর কেন্দ্রের উপ-নির্বাচনের প্রচারে আসার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে স্থানীয় চা বাগানের শ্রমিকরা তাঁদের চিরাচরিত ছপি পরিয়ে সম্মান জানায়। এই সম্মান পেয়ে আনন্দিত এবং ভীষণভাবে আপ্লুত বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী।
এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, চা বাগিচা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য দুই গন্ডা জমি সহ গুচ্ছ পরিকল্পনা সফল ভাবে রূপায়িত হচ্ছে। তার সাথে শ্রমিক কৃষক সহ সমস্ত অংশের নাগরিকদের জীবন জীবিকার মানোন্নয়নের মাধ্যমে অন্তিম ব্যক্তি পর্যন্ত প্রত্যেকটি প্রকল্পের লাভ পৌঁছে যাচ্ছে। এর ফলে রাজ্যের চা বাগিচা শ্রমিকের সন্তানও টিসিএস অফিসার সহ প্রশাসনিক উচ্চ পদে আসীন হওয়ার সুযোগ পাচ্ছেন।
এদিন যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মলিনা দেবনাথের সমর্থনে আয়োজিত সভায় সাধরনের উচ্ছাস দেখে আপ্লুত বলে অভিমত ব্যক্ত করেন তিনি। বিপ্লব কুমার দেব বলেন, মহিলাদের সম্মানজনক সামাজিক অংশীদারিত্ব ও সশক্তিকরণ আমাদের অন্যতম অগ্রাধিকার। বিগত দিনে নারী সশক্তিকরণের দোহাই দিয়েও মহিলাদের বাস্তবিক উন্নয়ন পরিলক্ষিত হয়নি। কিন্তু বর্তমানে মহিলাদের নিয়োগে ৩৩ শতাংশ সংরক্ষণ, আর্থিক সমৃদ্ধি সহ সমস্ত অধিকার সুনিশ্চিত হচ্ছে।
তিনি বলেন, আসন্ন চার কেন্দ্রের উপ-নির্বাচনেও দুটিতেই ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মহিলা। যুবরাজ নগর কেন্দ্রের মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে আমি সম্পূর্ণ আশাবাদী, এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বিশাল জনমত নিয়ে বিজয়ী হবে বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
পাশাপাশি এদিন ৪৬-সুরমা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী স্বপ্না দাস পালের সমর্থনে আয়োজিত এক জনসভায় অংশগ্রহণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।