আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট || শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে, বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং নতুন পরিকাঠামো তৈরিতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে আগরতলা পুর নিগম। যা সবটাই সম্ভব হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উদার মানসিকতার ফলে। শুক্রবার আগরতলা পুর নিগমের ৩৩নং ওয়ার্ড পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সেখানে গিয়ে পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এদিন সেখানে গিয়ে ৩৩নং ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেন সহ বিভিন্ন সমস্যা পরিলক্ষিত করেন তিনি। অতিসত্বর এই সমস্যাগুলি সমাধানের জন্য পুর নিগমের ইঞ্জিনিয়ারদের সাথে কথাও বলেন মেয়র। আগামী কিছুদিনের মধ্যেই এই সমস্যা সমাধানের জন্য কাজ শুরু হবে বলে এদিন জানান মেয়র দীপক মজুমদার।