আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট || রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচন। বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য আগে থেকেই পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আগাম সতর্কতা হিসেবে ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করার নির্দেশ দিল সিপাহীজলা জেলা নির্বাচনী অফিসার। জানা যায়, ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা বলবৎ থাকবে। জানা যায়, সিপাহীজলা জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা নির্বাচন অফিসের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৩রা সেপ্টেম্বর সকাল ৭টা থেকে ৫ই সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্ত সিল থাকবে। এই সময়কালে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কর্মী, সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মী ছাড়া কাউকে উভয় দিক থেকে সীমান্ত অতিক্রম করতে পারবে না।
উলেখ্য, আগামী ৫ই সেপ্টেম্বর সিপাহীজলা জেলার বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণ করা হবে।
