আন্তর্জাতিক ডেস্ক ।। ইতালীর একটি আদালতে বিচার চলাকালীন সময় আসামির গুলিতে বিচারকসহ অন্তত চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার মিলান শহরের একটি আপিল আদালতে এই হামলার ঘটনা ঘটে।
ব্যাংক ঋণ পরিশোধ না করায় অভিযুক্ত এক ব্যক্তির বিচার হচ্ছিল মিলানের ওই আপিল আদালতে। অভিযুক্ত ওই ব্যক্তিই গুলি চালিয়েছেন বলে জানিয়েছে মিলান পুলিশ। তার নাম ক্লডিও গার্ডিয়েলো। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলেছে, এই হামলায় নিহত হয়েছেন অন্তত চারজন। আহত হয়েছেন একাধিক ব্যক্তি।
তাৎক্ষণিক তদন্তে পুলিশ বলেছে, বিচারক ও মামলার সাক্ষীরাই হতাহতের শিকার হয়েছেন।
সূত্র: বিবিসি