বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০১ অক্টোবর || ফাঁসীতে আত্মহত্যার পথ বেছেনিলো ৬৫ বছরের এক বৃদ্ধ। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বাইখোড়া থানায় খবর যায় বাইখোড়া থানার অধীনে বিকির্ন বৈদ্য পাড়ায় হীরালাল দেবনাথ নামে এক ৬৫ বছরের বৃদ্ধের দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখোড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। হীরালাল দেবনাথের মৃত্যুর কারন নিয়ে রয়েছে রহস্য। মৃতদেহ ময়নাতদন্তের পর উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। তদন্তকারী অফিসার সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান, প্রাথমিক তদন্তে জানা যায় হীরালাল দেবনাথ প্রায় সময় নেশাগ্রস্থ অবস্থায় থাকতো। নেশাগ্রস্থ থাকার ফলে তিনি এইধরনের পথ বেছে নিয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। হীরালাল দেবনাথের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।