সাগর দেব, তেলিয়ামুড়া, ২৬ জানুয়ারি || গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ দুই নেশা কারবারি সহ বেশ কিছু পরিমাণ নেশা সামগ্রী বাজেয়াপ্ত করে বুধবার গভীর রাতে।
তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ ঘটনার খবর দিয়ে জানিয়েছেন, তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের মগবাড়ি এলাকার বাসিন্দা মিটন নাথ ভৌমিক নামের এক যুবক দীর্ঘদিন ধরেই বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করে আসছে বলে খবর ছিল পুলিশের কাছে। পরবর্তীতে বুধবার গভীর রাতে পুলিশ তার বাড়িতে হানাদারি চালিয়ে ১.৬ গ্ৰাম হেরোইন সহ প্রায় দুইশত ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। সঙ্গে তার বাড়ি থেকে আটক করা হয় অপর আরেক নেশা কারবারি অজয় দে নামের যুবককে। তিনি জানিয়েছেন, বাজেয়াপ্তকৃত নেশা সামগ্রীর কালোবাজারি মূল্য প্রায় বেশ কয়েক হাজার টাকা। তাছাড়া তিনি বলেন, আটককৃত ২ নেশা কারবারীর বিরুদ্ধে এন.ডি.পি.এস মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেওয়া হবে আগামী দিনে তেলিয়ামুড়া থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
