বিভিন্ন ইস্যুতে সাংবাদিক সম্মেলনে শচীন দেববর্মণ মেমোরিয়াল সরকারী সঙ্গীত মহাবিদ্যালয়ের অ্যালামনি কমিটি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি || বিভিন্ন ইস্যুতে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে শচীন দেববর্মণ মেমোরিয়াল সরকারী সঙ্গীত মহাবিদ্যালয়ের অ্যালামনি কমিটি।
এদিন এই সাংবাদিক সম্মেলনে শচীন দেববর্মণ মেমোরিয়াল সরকারী সঙ্গীত মহাবিদ্যালয়ের অ্যালামনি কমিটির সভাপতি শুভঙ্কর ঘোষ বলেন, ত্রিপুরা রাজ্যে শাস্ত্রীয় সঙ্গীত ও শচীন দেববর্মণ সরকারী সঙ্গীত মহাবিদ্যালয়ের অস্তিত্ব রক্ষা কল্পে বিগত ৫ থেকে ১১ই জানুয়ারি বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা ও বিধায়কদ্বয়ের উত্থাপিত প্রশ্নের জবাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রস্তাবের পক্ষে সমর্থন লাভ করেছে, এব্যাপারে প্রায় ১০ বছর ধরে ত্রিপুরার সামগ্রিক সঙ্গীতের উপর ঘোর কালোছায়া অবশেষে মুখ্যমন্ত্রীর গঠনমূলক বক্তব্য পুনরায় নব আশার কিরণে সঞ্চারিত হয়েছে। রাজ্যে শাস্ত্রীয় সঙ্গীত ও সুস্থ্য সংস্কৃতি রক্ষাকল্পে পাশাপাশি রাজ্য ও শিল্প সংস্কৃতি মহলের একান্ত আবেদন যেন এই প্রতিশ্রুতিগুলি দ্রুত বাস্তবায়িত করা হয়।
তিনি বলেন, রাজ্যে প্রতিটি স্কুলে সঙ্গীত বিষয়ক শিক্ষক নিয়োগ করা হবে মোট ৩৯৬ জন। উত্তর-পূর্ব ভারতে একমাত্র শচীন দেববর্মণ সরকারী সঙ্গীত মহাবিদ্যালয়ে বিগত ১০ বছর ধরে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাওয়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ৫ জন সহ ইনস্ট্রাক্টর ১২ জন ইত্যাদি মোট ১৭টি পোস্ট পুনরায় নিয়োগের লক্ষে রাজ্যের অর্থ দপ্তরের হিমঘরে পরে থাকা গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত ফাইল পূনরায় উজ্জীবিত করে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষে মুখ্যমন্ত্রীর ঘোষণা রাজ্য শিল্পী সংস্কৃতির জীবনে নব জোয়ারের উৎস যুগিয়েছে।
শচীন দেববর্মণ নামাঙ্কিত সরকারী সঙ্গীত মহাবিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের একমাত্র সঙ্গীত বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষে বিধানসভায় গুরুত্বপূর্ণ প্রস্তাব দ্রুত বাস্তবায়নের জন্য অ্যালামনি কমিটির হয়ে রাজ্য সরকারের কাছে অনুরোধ জানান তিনি।
পাশাপাশি বিগত ১০ বছরে যে সমস্ত সঙ্গীত বিষয়ক রাজ্যের কৃতি সন্তানরা যারা ইতিমধ্যে NET, Ph.D, M.A, B.Ed এবং M.Ed করে প্রায় বয়স উত্তীর্ণ হয়ে গেছেন তাদের জন্য আগামী নিয়োগে যেন বয়স সীমাকে শিথিল করে তাদের চাকুরীতে যোগ্যতা অনুসারে অন্তর্ভুক্ত করা হয় সে ব্যাপারে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গ টেনে তিনি বলেন, করোনা কালে ২ বছরের যে বয়সের ছাড় দেওয়া হয়েছিল যা ৩০ জুন, ২০২৩ অতিক্রান্ত হয়েছে, কিন্তু দুঃখের বিষয় সে সময়ে এই Relaxation এর কোন সুযোগ এই সমস্ত অতি উচ্চ শিক্ষিত সঙ্গীত বিষয়ক পারদর্শীরা সুযোগ নিতে পারেননি, যেহেতু কোনও চাকুরী সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*