বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৭ ফেব্রুয়ারী || রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার প্রতিনিয়ত লোকজনের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীগুলি সঠিকভাবে বাস্তবায়িত করে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে বসবাসকারী লোকজনদের কাছে পৌঁছে দিচ্ছে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের মুক্তির কান্ডারী মন্ডল সভাপতি অজয় রিয়াং ও অপর এক মুক্তির কান্ডারী জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। বিগত দিনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রটি বামেদের দখলে থাকার ফলে জোলাইবাড়ীবাসী উন্নয়ন কি জিনিষ তা সঠিকভাবে দেখেননি। বর্তমান সময়ে মন্ডল সভাপতি অজয় রিয়াং ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার জন্য জোলাইবাড়ীবাসী উন্নয়নমূলক কর্মসূচী দেখছেন ও কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীগুলো ভোগ করতে পারছে। এরইমধ্যে লোকজনের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় সমগ্র ত্রিপুরাবাসীকে বছরে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বিমায় নিয়ে আসে। এই প্রকল্পের জন্য রাজ্যের জনপ্রীয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে ধন্যবাদ জানিয়ে শুক্রবার ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি এবং আইপিএফটি’র যৌথ উদ্দ্যোগে এক ধন্যবাদ র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে সকলের উপস্থিতিতে দেবদারু বাজারে এক বাজারসভা অনুষ্ঠিত হয়। বাজার সভার মধ্যদিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরা হয়। বিজেপি’র উদ্দ্যোগে আয়োজিত এই ধন্যবাদ র্যালী ও বাজার সভায় উপস্থিত ছিলেন ৩৮-জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপি’র দক্ষিন জেলার সহ সভাপতি চাথই মগ, যুব মোর্চার সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস, জনজাতি মোর্চার মন্ডল সভাপতি সমঞ্জয় ত্রিপুরা, কৃষান মোর্চার রাজ্য কমিটির আই টি ইনচার্জ অশোক মিত্র, যুব নেতৃত্ব পুলক ভৌমিক সহ অন্যান্যরা। ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে আয়োজিত এই ধন্যবাদ র্যালী ও পথ সভায় বিজেপি ও আই পি এফ টি কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিলো লক্ষনীয়।