দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৮ এপ্রিল ।। বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজের রাজনীতিতে সংগঠন কে জোরদার করে দলীয় ভিত্তি মজবুত করতে বিভিন্ন দিক নিয়ে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বিস্তৃত আলোচনা করেছেন। কিভাবে দলকে শক্তিশালী করা যায় সেই নিয়ে অমিত শাহ খোলাখুলি কথাবার্তায় সবশেষ পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহল হয়ে রাজ্য ত্যাগ করেছেন। মঙ্গলবার বিমান বন্দরে তাঁকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি’র নেতৃবৃন্দ।