
দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৩ মে ।। মূখ্য নির্বাচন আধিকারিক এস. কে. রাখেশ জানিয়েছেন এডিসি’র ২৮টি আসনে গড়ে প্রায় ৮৩ শতাংশ ভোট পড়েছে। কোথাও কোনো রকম গন্ডগোল হয়নি। ভোট নিয়ে বিরোধী দল গুলোর তরফে কমিশনে কোনো অভিযোগও জমা পড়েনি। নির্বাচন কমিশন সূত্রে সংবাদ সবচাইতে বেশি ভোট পড়েছে ভোরাতলী মনোবঙ্কুল ও কম ভোট পড়েছে ছামনু দশদা কাঞ্চনপুরে। মূখ্য নির্বাচন আধিকারিক বলেছেন ভোট শেষে কর্মীরা ফিরতে শুরু করে দিয়েছেন। নির্বাচন দপ্তর ভোটার থেকে শুরু করে প্রশাসনিক নিরাপত্তার সঙ্গে নিয়োজিত কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন।