আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই || চতুর্দশ দেবতার মন্দিরে খার্চি উৎসব কোনো এক সময় রাজ্যের উপজাতি সম্প্রদায়ের পূজো হিসাবেই বিবেচিত হত। সময়ের পথ পাড়ি দিয়ে ‘খার্চি উৎসব’ বর্তমানে রাজ্যের সব ধর্মের মানুষের অংশগ্রহনে পবিত্র তীর্থভূমিতে রূপান্তরিত হয়েছে। জাত, পাত, ধর্মের বালাই বহু আগেই বিদায় নিয়ে খারচী উৎসব মিনি ভারতের চেহারা নিয়েছে। রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে সাতদিন ব্যাপী খার্চি উৎসব ও মেলার শুভ উদ্বোধন করা হয়। এদিন খয়েরপুর চতুর্দশ দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন পুরাতন হাভেলির কৃষ্ণমেলা মুক্ত মঞ্চে ৭ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও প্রদর্শনীরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এদিন খার্চি উৎসব ও মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রীতির এই মেলা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক রামপদ জমাতিয়া, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন বিশ্বজিৎ সহ অন্যান্যরা।
এবার মেলায় ৯০০টি স্টল খোলা হয়েছে।