বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৪ সেপ্টেম্বর || শান্তিরবাজার পূর্ত দপ্তর নিষ্ঠার সহিত নিজের কাজ করার পাশাপাশি প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচী করে যাচ্ছেন। অন্যান্য বছরের ন্যায় এইবছরও দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মাতোয়ারা হবেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। এই আনন্দের ভাগ নিজেদের মধ্যে সিমাবদ্ধ না রেখে সামাজিক কর্মসূচী হাতে নিলো পূর্ত দপ্তর। কিছুদিন পূর্বে বন্যায় ব্যাপকহারে লোকজন ক্ষতিগ্রস্থ হয়েছেন। এইবছরের বিশ্বকর্মা পূজার প্রাকমুহুর্তে শান্তিরবাজার পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ লোকজনদের পাশে দাঁড়ালো পূর্ত দপ্তর। শান্তিরবাজার পূর্ত দপ্তরের অফিস কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মধ্যে ব্যাবহৃত বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। বর্তমান সময়ে সকলে ক্ষতিগ্রস্থ পরিবারদের ত্রান সামগ্রী বিতরণ করছেন। এরমধ্যে ব্যাতিক্রমীভাবে নিত্য প্রয়জনীয় সামগ্রী বিতরণ করলো শান্তিরবাজার পূর্ত দপ্তর। উৎসবের সময়ে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনদের মুখে একটু হাঁসি ফোঁটাতে এই প্রয়াস।
শান্তিরবাজার পূ্র্ত দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তিরবাজার পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ তাপস মারাক, এস ডি ও প্রবীর বরণ দাস, দক্ষিণ জেলা পরিষদের সদস্য নিতিশ দেবনাথ সহ অন্যান্যার।
শান্তিরবাজার পূর্ত দপ্তরের এইধরনের উদ্দ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন। এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ তাপস মারাক। তিনি জানান, উনাদের এইধরনের কর্মসূচী আগামীদিনেও জারি থাকবে।