আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর || রাজ্যে যথাযোগ্য মর্যাদায় মহান দার্শনিক ফ্রেডারিক এঙ্গেলসের ২০৫’তম জন্ম দিবস পালন করা হয়। বৃহস্পতিবার রাজধানীর মেলারমাঠস্থিত সিপিআই(এম) দশরথ দেব স্মৃতি ভবনে আয়োজিত এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ সিপিআই(এম) নেতৃত্বরা।