আগরতলা, ১৬ জুন ।। CPI(M)-র রাজনৈতিক পরিমন্ডলে যে মানুষটার আলাদা এক পরিচিতি ছিল, তিনি আজ ভাষাহীন। আগরতলা গান্ধিঘা্টের দীর্ঘ দিনের CPI(M)-র একনিষ্ঠ কর্মী সুবীর রায় চৌধুরীর মৃত্যুতে গোটা অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। CPI(M) জয়নগর মেলারমাঠ অঞ্চল কমিটির সদস্য সুবীর রায় চৌধুরীর মৃত্যুর সময়ে বয়স হয়েছিল ৫৭ বছর। স্ত্রী, এক কন্যা ও এক পুত্র রয়েছে প্রয়াতের। সুবীর রায় চৌধুরীর মৃত্যুতে মঙ্গলবার মেলারমাঠের CPI(M) সদর পশ্চিম জেলা কমিটির অফিসের সামনে দলের জন্য সমর্পিত সুবীর রায় চৌধুরীর প্রতি বিনম্র শ্রদ্ধা অর্পণ করেন প্রাক্তন সাংসদ খগেন দাশ, মহকুমা সম্পাদক শুভাশিষ গাঙ্গুলী, DYFI রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, বিধায়ক রতন দাস সহ পার্টির নেতৃবৃন্দরা।