আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ অক্টোবর || রাজ্যে গত কয়েকদিন ধরে আইন-শৃঙ্খলার অবনতির ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে একাধিক অভিযোগ জমা পড়ে আগরতলা পশ্চিম থানায়। সেইসব অভিযোগের ভিত্তিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করে অভিযান পরিচালনা করে আগরতলা পশ্চিম থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, টানা তল্লাশি ও তদন্তের পর অভিযানে ১৩ জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা পশ্চিম থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) রানা চ্যাটার্জি জানান, “নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনওরকম আপস করা হবে না।”
তিনি আরও জানান, শহরের বিভিন্ন এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারেন। পুলিশের এই পদক্ষেপে শহরবাসীর মধ্যে স্বস্তির সঞ্চার হয়েছে।
