বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ অক্টোবর || মগ যুব ঐক্যের উদ্যোগে মহামুনি বুদ্ধ মন্দিরে সোমবার থেকে দুইদিনব্যাপী ওয়া ফেস্টিবেল অনুষ্ঠিত হচ্ছে। সোমবারের কোজাগড়ী লক্ষীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান শুরু হয় আকাশবার্তি উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। অনুষ্ঠান উদ্বোধন করেন শান্তিরবাজার পুর পরিষদের ভাইসচেয়ারম্যান সত্যব্রত সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার থানার এসআই সমীর বিশ্বাস, এলাকার বুথ প্রেসিডেন্ট বাপন মিত্র, বুদ্ধ মন্দিরের ভান্তে এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা মগ যুব ঐক্যের উদ্যোগে এই ধরনের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধক সত্যব্রত সাহা যুব সমাজকে নেশার করালগ্রাস থেকে মুক্তি দিতে খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ফেস্টিবেলের দ্বিতীয় দিনে মগ ঐতিহ্যবাহী সংস্কৃতির উপর যাত্রাপালা অনুষ্ঠিত হবে। দুইদিনব্যাপী এই উৎসবকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
