শান্তিরবাজার আশ্রমটিলা শিবমন্দির দূর্গা পূজা কমিটি আয়োজিত সাংবাদিক সম্মেলন: ব্যক্তিগত লেনদেনকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ অক্টোবর || শান্তিরবাজার আশ্রমটিলা শিবমন্দির দূর্গা পূজা কমিটির উদ্যোগে আজ এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটি জানিয়েছে, সম্প্রতি এলাকায় একটি ব্যক্তিগত লেনদেনকে কেন্দ্র করে তাদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, আশ্রমটিলা এলাকার মিঠু সরকার ও স্থানীয় টি এস আর জওয়ান অর্জুন দে-এর মধ্যে ব্যক্তিগত লেনদেনকে কেন্দ্র করে কমিটিকে ভুলভাবে যুক্ত করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়, মিঠু সরকার দীর্ঘদিন ধরে অর্জুন দে-এর কাছ থেকে ব্যক্তিগত অর্থ পাওয়ার চেষ্টা করছেন। অবশিষ্ট অর্থ পূজার নামে দান করার সিদ্ধান্ত নেয়া হলেও পরে দেখা যায়, অর্জুন দে তাদের কথোপকথন রেকর্ড করে সামাজিক মাধ্যমে প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি করছেন।
পূর্ণিমার আলোচনায় মিঠু সরকার স্পষ্টভাবে জানান, এটি সম্পূর্ণ ব্যক্তিগত লেনদেন। অর্জুন দে-এর পিতা ক্যান্সারে আক্রান্ত হওয়ায় লেনদেন দীর্ঘদিন ধরে চলছিল। তিনি আরও বলেন, “অবশিষ্ট অর্থ আমি মায়ের নামে দান করব; পূজা কমিটির কোনো ভূমিকা নেই।”
পূর্ণিমার আলোচনায় কমিটির সদস্যরা উল্লেখ করেন, “এই ধরনের অপপ্রচারের মাধ্যমে পূজা কমিটিকে বদনাম করা হচ্ছে। আমরা এটি তীব্রভাবে নিন্দা করছি।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*