জোলাইবাড়িতে উন্নয়নের জোয়ার — বলিনাথ দীঘি পরিদর্শনে জেলা শাসক মহম্মদ সাজ্জাদ পি

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ নভেম্বর || বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকার একযোগে উন্নয়নমূলক কাজে প্রতিনিয়ত বদ্ধপরিকরভাবে কাজ করে চলেছে। রাজ্যের প্রান্তিক অঞ্চলগুলোতেও চলছে নানান প্রকল্পের বাস্তবায়ন। সেই ধারাবাহিকতায় দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভাতেও দ্রুত গতিতে এগিয়ে চলছে উন্নয়নের কাজ।
সোমবার জেলা শাসক মহম্মদ সাজ্জাদ পি, জোলাইবাড়ি আর.ডি. ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত, মন্ডল সভাপতি সুজিত দত্ত, গ্রাম পঞ্চায়েত প্রধানসহ একদল জনপ্রতিনিধি পশ্চিম পিলাক গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বলিনাথ দীঘি পরিদর্শন করেন।
পর্যটকদের জন্য বসার ব্যবস্থা, ভিআইপি রুম, কনফারেন্স হল, চারিদিকে আলোর সজ্জার জন্য হাইমাস্ট লাইটিং এবং নৌকাবিহারসহ বহুমুখী উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন কর্মকর্তারা।
এছাড়াও প্রতিনিধি দল নমঃপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চলমান কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনার অসম্পূর্ণ প্রকল্পের অগ্রগতি এবং প্রায় সাড়ে তিন কোটি টাকার ব্যয়ে নির্মীয়মাণ জোলাইবাড়ি সুপার মার্কেট ও কমিউনিটি হলের কাজ পরিদর্শন করেন।
সংবাদমাধ্যমে জেলা শাসক মহম্মদ সাজ্জাদ পি জানান, “জনগণের চাহিদা ও এলাকার সম্ভাবনাকে মাথায় রেখে প্রতিটি প্রকল্প দ্রুত সম্পূর্ণ করার চেষ্টা চলছে। বাংলা নববর্ষের আগেই বহু প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*