গোপাল সিং, খোয়াই, ০৩ নভেম্বর || ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র (CITU)-এর ১৬’তম ত্রিপুরা রাজ্য সম্মেলনকে সামনে রেখে সংগঠনের খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগামী ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য রাজ্য সম্মেলন উপলক্ষে আজ খোয়াই মহকুমা অফিস প্রাঙ্গণে আয়োজিত হয় এই রক্তদান শিবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য ও খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন সিআইটিইউ খোয়াই মহকুমা সম্পাদক ননি গোপাল দাস, সভাপতি বিশ্বজিৎ সিনহা, সদস্য সুব্রত দেব, খোয়াই সিপিআই(এম) মহকুমা কমিটির সদস্য মনোজ দাস, কানন দত্ত এবং জেলা কমিটির সম্পাদক পদ্ম কুমার দেববর্মা।
রক্তদান শিবিরে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবার এই কর্মসূচির মাধ্যমে আসন্ন রাজ্য সম্মেলনের শুভ সূচনা করা হলো এবং সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়া হলো।
