গোপাল সিং, খোয়াই, ০৩ নভেম্বর || বিশ্রামগঞ্জ এলাকাকে নগর পঞ্চায়েত হিসেবে গঠন করার পরিকল্পনার বিরোধিতা করে তীব্র হুঁশিয়ারি দিলেন তিপ্রামথা বিধায়ক সুবোধ দেববর্মা। তার স্পষ্ট বক্তব্য — এডিসি এলাকার অংশ নিয়ে কোনোভাবেই নগর পঞ্চায়েত গঠন হতে দেওয়া হবে না।
সিপাহীজলা জেলা প্রশাসনের তরফে বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত করার প্রাথমিক নোটিশ ব্লক পর্যায়ে পৌঁছাতেই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চড়িলাম ব্লকের তিপ্রামথা সভাপতি বুদ্ধ দেববর্মা ও বিধায়ক সুবোধ দেববর্মা জেলা শাসকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং পরে প্রতিনিধি দলসহ জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দল নগর পঞ্চায়েত গঠনের প্রস্তাবের বিরুদ্ধে তাদের আপত্তিপত্র জমা দেয়। দীর্ঘ আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুদ্ধ দেববর্মা জানান, “বিশ্রামগঞ্জের পার্শ্ববর্তী এডিসি এলাকা — পুষ্করবাড়ি, নলজলা, হারংপাড়া, রামকৃষ্ণ পল্লীসহ বিভিন্ন অঞ্চলকে যুক্ত করে নগর পঞ্চায়েত গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি আমাদের স্বশাসিত এলাকার অধিকারে হস্তক্ষেপ। এই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া হবে না।”
তিনি আরও জানান, “তিপ্রাসাদের স্বার্থ রক্ষায় আমরা প্রশাসনের কাছে লিখিত ডেপুটেশন দেব। প্রয়োজনে বড় আন্দোলনেও নামব।” বর্তমানে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
