৪৪নং জাতীয় সড়ক বেহাল দশায় – ক্লেদাক্ত পথে চূড়ান্ত দূর্ভোগ

road.jpg2দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২০ জুলাই ।।  শহরতলীর মিলন সংঘ থেকে বাধারঘাট পর্যন্ত ৪৪নং জাতীয় সড়ক বর্তমানে যে দশায় পৌঁছেছে যে কোনো সময় দূর্ঘটনার আশঙ্কায় এলাকার মানুষ। এলাকার মানুষ থেকে এপথে যাতায়াতকারী মানুষেরা বলছেন ৪৪নং জাতীয় সড়কের একটা নির্দিষ্ট অংশেই কেন বারবার ছাল চামড়া উঠে পথ চলায় দূর্ভোগ নেমে আসছে। কখনো মিলন সংঘ কখনো ড্রপ গেট কিংবা বাধারঘাট সংবাদ শিরোনাম হচ্ছে পথের ক্লিষ্ট ছবিতে। বর্ষার কল্যানে মিলন সংঘ থেকে বাধারঘাটের রাস্তার উপরিভাগ ধুয়ে মুছে সাফ হয়ে চাপা দেয়া ইট সলিং একেবারে উন্মুক্ত হয়ে বিপর্যস্থ পরিস্থিতি, জায়গায় জায়গায় ছোট বড় নানা মাপের গর্ত – দক্ষিন ত্রিপুরা গামী এই রাস্তা যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে এতটাই বেহাল যানবাহন, পথচারীর চূড়ান্ত দূর্ভোগ নেমে এসেছে। বাধারঘাটে ক্ষত সারাই শুরু হয়েছে, এলাকাবাসীরা চাইছেন প্রশাসন পথের সমস্যা সমাধানে জোড়া তাপ্পির জায়গায় রাস্তার গুরুত্ব অনুধাবন করে পার্মানেন্ট ব্যবস্থা গ্রহন করুক পথের যন্ত্রনা লাঘবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*