পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ১৪ আগষ্ট ।। চার শতাধিক যুবক যুবতীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় উপজাতি যুব ফেডারেশন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সাংগঠনিক কনভেনশন। বৃহস্পতিবার, দুষ্কী কমিউনিটি হল ঘরে আয়োজিত কনভেনশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য তথা এ ডি সি শিক্ষা বিভাগের নির্বাহী সদস্য রাজেন্দ্র রিয়াং। এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন TYF-র বিভাগীয় সম্পাদক প্রদীপ দেববর্মা, TSU বিভাগীয় সম্পাদক বিকাশ দেববর্মা, GMP নেতা যোগেন্দ্র দেববর্মা সহ আরো অনেকে। সাংগঠনিক কনভেনশনকে কেন্দ্র করে যুবক যুবতীদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।