শুভ্র দে, চূড়াইবাড়ী, ২৯ আগষ্ট ।। শনিবার ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মিভূত হয়ে গেল প্রচুর দোকানপাঠ। মুহূর্তের মধ্যে আগুনের লেলিয়ান শিখায় জ্বলেপুড়ে ছাই হয়ে যায় ৮-১০টি দোকান। ঘটনা আসাম ত্রিপুরা গেইট এলাকায়। অল্পের জন্য রক্ষা পায় আসাম সেইলটেক্স অফিস, থানা। তরিঘরি চূড়াইবাড়ী থানার ওসি’র নেতৃত্বে প্রেমতলা থেকে দুটি দমকলের ইঞ্জিন এসে আগুন আয়ত্বে আনে। ততক্ষনে দোকানে থাকা পণ্যসামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০-১৫ লক্ষ টাকা হবে বলে জানা যায়। এলাকাবাসীর ধারনা আসামের কাঠালতলির বাসিন্দা আব্দুল শুক্করের দোকানে প্রচুর অবৈধ পেট্রোল ডিজেল মজুত ছিল, যার ফলে এই পেট্রোল ডিজেল থেকেই আগুন এই ভয়ঙ্কর রুপ নিয়েছে।