দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৯ আগষ্ট ।। জয়নগরস্থিত নবদিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার রাখী উৎসব এবছর ১৩তম বর্ষে পদার্পণ করেছে। রাখী উৎসবে নবদিগন্তের মহিলা সদস্যরা পথচারীদের কব্জিতে রাখী বেঁধে দিয়ে মৈত্রীর বন্ধনের পবিত্র বার্তা ছড়িয়ে দিয়েছেন। নবদিগন্তের ১৩তম রাখী উৎসবের অঙ্গ হিসেবে বড়জলাস্থিত আপনঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে রাখী পড়িয়ে সামাজিক একাত্মতা প্রকাশ করার পাশাপাশি বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদেরও রাখীর বন্ধনে আপন করে নেয়। ৩১শে আগষ্ট অফিসলেনস্থিত প্রতিবন্ধি ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদেরও রাখীর সুতোয় নবদিগন্ত আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেছে।