দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৭ সেপ্টেম্বর ।। আসন্ন পুর ভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো প্রাথমিকভাবে হিসেব কষার কাজ শুরু করে দিয়েছে। ক্ষমতাসীন দল বাদে অন্যান্য রাজনৈতিক দল সমূহ আগরতলা পুর নিগমকে নিশানায় রেখে সুযোগ পেলেই তোপ দাগতে কসুর করছে না। সোমবার, বিজেপি’র তরফে পুর নিগমের ব্যর্থতার অভিযোগে শহরে প্রতিবন্দী মিছিলে দেখা গেছে রাজ্য নেতৃত্বকে। বিজেপি’র প্রতিবাদ মিছিলের ব্যানারে আগরতলা পুর নিগমে শাসকদলের ব্যর্থতার সঙ্গে কংগ্রেসের আঁতাতকেও জুড়ে দেয়া হয়েছে।