নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ অক্টোবর ।। প্রতিবছরের মতো এবছরও শুক্রবার থেকে গোটা দেশে সঙ্গে রাজ্যেও ত্রিপুরা যক্ষা নিবারণী সমিতির উদ্যোগে টি বি সিল বিক্রয় অভিযান শুরু হয়। ৬৬ তম টি বি সিল বিক্রয় অভিযান উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় ত্রিপুরা যক্ষা নিবারণী সমিতির পক্ষ থকে মূখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে আনুষ্ঠানিক ভাবে টি বি সিল বিক্রয় করা হয়। মূখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে ত্রিপুরা যক্ষা নিবারণী সমিতির পক্ষ থকে সান্মানিক সচিব ডঃ নীলমণি দেববর্মা মূখ্যমন্ত্রীর হাতে টি বি সিল তুলে দেন। অনুষ্ঠানে স্টেট টি বি অফিসার ডঃ বাবুল দাস, ডঃ অর্পণ পাল ও ডঃ সন্তোষ মল্লিক উপস্থিত ছিলেন।