৮ই জানুয়ারী থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন

aaaaaassনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৬ জানুয়ারী ।। আসন্ন একাদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন শুরু হচ্ছে ৮ই জানুয়ারী। ৮ই জানুয়ারী রাজ্যপালের ভাষনের মধ্য দিয়ে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হবে, চলবে ১৪ই জানুয়ারী পর্যন্ত। এজন্য বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে কিছু নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিধানসভা সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিক্সা ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহন বিধানসভা সচিবালয়ের বৈধ পাস ব্যতিত বিধানসভার চত্বরে প্রবেশ করতে পারবে না। বিধানসভার কক্ষে কোন দর্শনার্থী, সরকারী কর্মী, সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং বিধানসভার কর্মীরা ব্যাগ, অন্যান্য আপত্তিজনক বস্তু নিয়ে প্রবেশ করতে পারবেন না। বিধানসভার কক্ষে মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। এই আদেশ আগামী ৮ই জানুয়ারী থেকে কার্যকর হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*