নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর ।। পূজোর বাজারে মাঝে মাঝেই পুলিশী হানায় উদ্ধার হচ্ছে প্রচুর নেশা সামগ্রী সহ নেশার ট্যাবলেট। পূজোর ব্যস্ততার আড়ালে রাজধানী সহ রাজধানীর বাইরেও মদ, কোরাক্স এবং নেশার ট্যাবলেট বিক্রির রমরমা ব্যবসা চলছে। রামনগর আউট পোষ্টের ও সি-র নেতৃত্বে শুক্রবার বিকালে প্রায় এক লক্ষ টাকার নেশার ট্যাবলেট সহ কৃষ্ণনগর প্রগতি রোড থেকে মনা দেববর্মা নামে এক জনকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালিয়ে প্রচুর নেশার ট্যাবলেট উদ্ধার করে।
রাজিব সাহার তোলা ছবি।