নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী ।। রাজ্যের উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ সদস্য রণবীর দেববর্মা বৃহস্পতিবার সকালে ৭ টা ৫ মিনিটে দীর্ঘ অসুস্থতার পর কোলকাতার এক বে সরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ৫৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি সে সি,পি,আই (এম) দলের সদস্য হন ১৯৮২ সালে, ১৯৯৫ সালে সদর মহকুমা সদস্য ও ২০১৫ সালে পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য হন এবং পূর্বে কার্য্যকরী সদস্য ছিলেন। MDC রণবীর দেববর্মার অকাল প্রয়াণে এলাকায় এবং দলের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ৫৪টি অর্ধনমিত লাল নিশান হাতে CPI(M) কর্মীদের মৌন মিছিল রাজপথ পাড়ি দিয়েছে শেষ গন্তব্যের পথে।