নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী ।। এমনিতেই অটো চালকের হাতে সাম্প্রতিক সময়ে টমটম চালকরা নিগৃহীত হচ্ছেন। আইন পকেটে ঢুকিয়ে অটো চালকরা ইউনিয়নের নীতি নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে নিজেরাই আইন চালু করেছে। সোমবার ফের অটো ও টমটম চালকদের মধ্যে সংঘর্ষ রাজধানীর পুরাতন মটরস্ট্যান্ডে। আচমকা অটো চালক এবং টমটম চালকদের মধ্যে সংঘর্ষে আহত হন তিন জন টমটম চালক। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় রাজধানীর পুরাতন মটরস্ট্যান্ড এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়।