নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী ।। বড়সড় অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল আগরতলা বইমেলা প্রাঙ্গন। সোমবার, বইমেলা প্রাঙ্গনের একটি অস্থায়ী ফাস্ট ফুডের দোকান থেকে হঠাৎ অগ্নি সংযোগ ঘটে। ঘটনার খবর পেয়ে ৪টা দমকল ইঞ্জিন আসে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিনির্বাপক একজন আধিকারিক জানায়, গ্রীন চিল্লি নামক একটি অস্থায়ী ফাস্ট ফুডের দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের জন্যই এই অগ্নিকান্ডের সূত্রপাত। আগরতলা বইমেলা প্রাঙ্গনে এই অগ্নিকান্ডের ঘটনায় মেলা প্রাঙ্গনে তীব্র চাঞ্চল্য দেখা দেয়।