দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২১ এপ্রিল ।। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে NTCN বৈদ্যুতিন চ্যানেলের সম্পাদক ভানু দাস বাঁশকোবরা আর মাধববাড়ীর সংলগ্ন স্থানে দুষ্কৃতিকারীদের আক্রমনে জি বি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গরু পাচারের দৃশ্য ধারন করতে গিয়ে NTCN সম্পাদক ভানু দাস পাচারকারীদের আক্রমনের শিকার হয়ে মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন। ১৫-২০ জনের সমাজদ্রোহী, পাচারকারীর সংঘবদ্ধ আক্রমনের মুখে NTCN সম্পাদক ভানু দাস বীভৎসভাবে গরু পাচারের ছবি তোলার খেসারতেই হামলার শিকার হয়েছেন। বুধবার, এই ঘটনার সময় জীরানীয়া CPI(M) দলীয় অফিসে বিদ্যুৎমন্ত্রী মানিক দে উপস্থিত ছিলেন, তিনি NTCN সম্পাদকে ঘটনা থানায় লিপিবদ্ধ করার পাশাপাশি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।