নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল ।। বৃহস্পতিবার, রাজ্যে প্রথমবারের মতো উদযাপিত হয় ‘সিভিল সার্ভিস ডে’। এদিন আগরতলা প্রজ্ঞাভবনে সিভিল সার্ভিস ডে ২০১৬-র উদ্বোধন করেন উপজাতি কল্যাণ মন্ত্রী আঘোর দেববর্মা। রাজ্য সরকারের সিপার্ডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজাতি কল্যাণ মন্ত্রী বলেন, উন্নত প্রশাসন গড়ে তুলতে সিভিল সার্ভিসের সঙ্গে যুক্ত অফিসারদের দায়িত্ব অপরিসীম। প্রশাসনকে গতিশীল করতে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। রাজ্যস্তরের এই সিভিল সার্ভিস ডে উদযাপন অনুষ্ঠানে রাজ্যের IAS, IPS, IFS, TCS, TPS, মূখ্য সচিব যশপাল সিং এবং বিভিন্ন দপ্তরের অধিকর্তা ও পদস্থ আধিকারিকগণ অপস্থিত ছিলেন।