তারায় তারায় ডেস্ক ।। ট্যুইটারে এক মহিলা সাংবাদিকের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের অভিযোগে গায়ক অভিজিৎকে জুলাই মাসে গ্রেফতার করে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম সেল। তবে গ্রেফতারির ঘণ্টাখানেকের মধ্যেই থানা থেকেই ব্যক্তিগত জামিনে মুক্তি পেয়ে যান গায়ক। প্রসঙ্গত, শুক্রবারই মুম্বই পুলিশের পক্ষ থেকে অভিজিৎ-এর গ্রেফতারি সংক্রান্ত খবর নিশ্চিত করা হয়েছে। জুলাইয়ের ২৬ তারিখ মুম্বই পুলিশের সাইবার ক্রাইম শাখা গ্রেফতার করে গায়ককে। আম আদমি পার্টির সদস্য এবং মুখপাত্র প্রীতি শর্মা মেনন-এর অভিযোগের ভিত্তিতেই গায়ককে গ্রেফতার করা হয়। মেনন অভিজিৎ-এর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়ে বলেন, তিনি সাংবাদিক স্বাতী চতুর্বেদীকে টুইটারে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন। প্রকাশ্যে এভাবে একজন মহিলাকে হেনস্থা করার কথাই এফআইআর-এ বলা হয়। মেনন এবিষয় মুম্বইয়ের পুলিশ কমিশনারকেও একটি টুইট করেন। ডিসিপি সাইবার সচিন পাটিল জানিয়েছেন, অনলাইনে এভাবে একজন মহিলাকে হেনস্থা করার অভিযোগে গত জুলাইয়ে গ্রেফতার করা হয়েছিল গায়ককে। প্রসঙ্গত, দিনকয়েক আগে চেন্নাইয়ে খুন হন এক ইনফোসিস কর্মী। বিষয়টি নিয়ে ট্যুইটারে কথা চালাচালির মধ্যেই সাংবাদিক স্বাতী চতুর্বেদীর উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ট্যুইট করেন অভিজিৎ। যার ভিত্তিতেই অভিজিৎ-এর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই গায়ক অভিজিৎকে গ্রেফতার করা হয়।