গোপাল সিং, খোয়াই, ০২ জানুয়ারী ৷৷ আগামী ৫ই জানুয়ারী সর্বভারতীয় কংগ্রেস কমিটি কর্তৃক ঘোষিত দেশব্যাপী প্রতিটি মহকুমা শাসক অফিসের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি এবং ধারাবাহিক আন্দোলনের কর্মসূচিকে সামনে রেখে এবং খোয়াই ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে খোয়াই কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে খোয়াই ব্লক কংগ্রেস। প্রেসমিটে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্ব প্রণব বিশ্বাস, ক্ষিতিষ ভৌমিক, বিজয় কুমার দেবনাথ সহ অন্যান্যরা। সাংবাদিক সন্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কর্মসুচির বিভিন্ন দিক গুলি তুলে ধরা হয়। দেশের ক্ষমতাসীন মোদী সরকার ক্ষমতায় আসার পর যে ভাবে দেশের মানুষের সাথে প্রতারনা করেছে, তাঁর প্রতিবাদে আগামী ৫ই জানুয়ারী সাড়া দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান ব্লক কংগ্রেস নেতৃত্বরা।