নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল ৷৷ ‘সিভিল সার্ভিস ডে’ উদযাপন উপলক্ষে শনিবার প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় এক আলোচনা সভা। প্রজ্ঞা ভবনে আয়োজিত আলোচনা সভায় রাজ্যের মূখ্যমন্ত্রী তার ভাষনে বলেন, সিভিল সার্ভিস অফিসারদের সাধারন মানুষের আস্থা ও সন্মান অর্জন করতে হবে। প্রশাসনিক সুযোগ সুবিধা, উন্নয়নমূলক কাজ এমন ভাবে রুপায়ন করতে হবে যেন অবসর নেওয়ার পরও মানুষ আপনাদের মনে রাখে। আলোচনার শুরুতে মূখ্যমন্ত্রী ‘সিভিল সার্ভিস ডে’ উপলক্ষে উপস্থিত সিভিল সার্ভিস অফিসারদের শুভেচ্ছা জানান। এই আলোচনা সভায় প্রধান সচিব ডঃ জি এস জি আয়েঙ্গার, রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা প্রমুখ বক্তব্য রাখেন।